Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 23:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

6 ইহারা নীলবস্ত্র পরিহিত, দেশাধ্যক্ষ ও শাসনকর্তা, সকলেই মনোহর যুবক ও অশ্বারোহী যোদ্ধা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 এরা নীল রংয়ের পোশাক পরা, শাসনকর্তা ও সেনাপতিরা, সকলেই মনোহর যুবক ও ঘোড়সওয়ার যোদ্ধা।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 পরনে নীল কাপড়, শাসনকর্তা ও সেনাপতি, সকলেই সুন্দর যুবক এবং ঘোড়াসওয়ার।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

6 এরা ছিল বেগুনী পোষাক পরা সৈনিক, উচ্চপদস্থ অধিনায়ক ও সেনাধ্যক্ষ। সকলেই সুপুরুষ যুবা অশ্বারোহী সেনানায়ক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 ইহারা নীলবস্ত্র পরিহিত, দেশাধ্যক্ষ ও শাসনকর্ত্তা, সকলেই মনোহর যুবক ও অশ্বারোহী যোদ্ধা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 ঐ অশ্বারোহী যুবকরা সবাই তার আকাঙ্খিত বিষয় হল। তারা সবাই ছিল হয় নেতা নয়তো অধ্যক্ষ।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 23:6
3 ক্রস রেফারেন্স  

বাবিল-সন্তানেরা এবং কল্‌দীয়েরা সকলে, পকোদ, শোয়া ও কোয়া এবং তাহাদের সঙ্গে সমস্ত অশূর-সন্তান আনীত হইবে; তাহারা সকলে মনোহর যুবক, দেশাধ্যক্ষ ও শাসনকর্তা, সেনানী ও সমাহূত লোক, সকলে অশ্বারোহী যোদ্ধা।


সে নিকটবর্তী অশূর-সন্তানগণে- দেশাধ্যক্ষগণে ও শাসনকর্তৃগণে- কামাসক্তা হইল; তাহারা দিব্য পরিচ্ছদান্বিত অশ্বারোহী যোদ্ধা, সকলেই মনোহর যুবক।


আর আমি দেখিলাম, সে অশুচি, উভয়ে একই পথে চলিতেছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন