যিহিষ্কেল 23:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 তাহারা মিসরে ব্যভিচার যৌবনকালেই করিল; সেখানে তাদের স্তন মর্দিত হইত, সেখানে লোকেরা তাহাদের কৌমার্যকালীন চুচুক টিপিত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 তারা যৌবনকালেই মিসরে জেনা করলো; সেখানে তাদের স্তন মর্দিত হত, সেখানে লোকেরা তাদের কৌমার্যকালীন চুচুক টিপতো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 যৌবনকাল থেকেই তারা মিশরে গণিকা হয়েছিল। সেই দেশে তাদের বুক ধরে সোহাগ করা হত এবং তাদের কুমারী স্তন টিপত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 মিশরে বাস করত তারা। যৌবনে তারা কৌমার্য হারিয়ে পতিতাবৃত্তি নিয়েছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 তাহারা মিসরে ব্যভিচার যৌবনকালেই করিল; সেখানে তাদের স্তন মর্দ্দিত হইত, সেখানে লোকেরা তাহাদের কৌমার্য্যকালীন চুচুক টিপিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 তারা মিশরে যৌবন কালেই বেশ্যা হয়ে উঠল। মিশরেই প্রথম তারা প্রেম করল ও পুরুষদের দিয়ে তাদের চুচুক টেপাত ও স্তন ধরতে দিত। অধ্যায় দেখুন |