যিহিষ্কেল 23:28 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)28 কেননা প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, তুমি যাহাদিগকে দ্বেষ করিতেছ, যাহাদের প্রতি তোমার প্রাণে ঘৃণা হইয়াছে, তাহাদের হস্তে আমি তোমাকে সমর্পণ করিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 কেননা সার্বভৌম মাবুদ এই কথা বলেন, দেখ, তুমি যাদেরকে হিংসা করছো, যাদের প্রতি তোমার প্রাণে ঘৃণা হয়েছে, তাদের হাতে আমি তোমাকে তুলে দেব। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 “কেননা সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তুমি যাদের ঘৃণা করো, যাদের প্রতি বিরক্ত হয়ে তুমি তাড়িয়ে দিয়েছ আমি তোমাকে তাদের হাতেই তুলে দেব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 সর্বাধিপতি প্রভু বলেছেন, যাদের প্রতি তোমার চরম ঘৃণা ও বিতৃষ্ণা, তাদেরই হাতে তোমায় আমি তুলে দেব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 কেননা প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, তুমি যাহাদিগকে দ্বেষ করিতেছ, যাহাদের প্রতি তোমার প্রাণে ঘৃণা হইয়াছে, তাহাদের হস্তে আমি তোমাকে সমর্পণ করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 প্রভু আমার সদাপ্রভু এইসব কথা বলেন, “তুমি যাদের ঘৃণা কর আমি তাদের হাতেই তোমায় তুলে দিচ্ছি। যাদের নিয়ে তুমি অতীষ্ঠ, তাদের হাতেই তুলে দিচ্ছি। অধ্যায় দেখুন |