যিহিষ্কেল 23:20 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)20 কেননা গর্দভের ন্যায় মাংসবিশিষ্ট ও অশ্বের ন্যায় রেতোবিশিষ্ট তাহাদের শৃঙ্গারকারিগণে সে কামাসক্তা হইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 কেননা গাধার মত মাংসবিশিষ্ট ও ঘোড়ার মত রেতোবিশিষ্ট তাদের শৃঙ্গারকারিগণে সে কামাসক্তা হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 সেখানে সে তার প্রেমিকদের সাথে এমন যৌনাচার করত যাদের যৌনাঙ্গগুলি ছিল গাধার মতো ও নিঃসরণ ছিল ঘোড়ার মতো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 অশ্ব ও গর্দভের মত বীর্যবান কামোম্মত্ত পুরুষদের প্রতিই তার আসক্তি ছিল অতিমাত্রায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 কেননা গর্দ্দভের ন্যায় মাংসবিশিষ্ট ও অশ্বের ন্যায় রেতোবিশিষ্ট তাহাদের শৃঙ্গারকারিগণে যে কামাসক্তা হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 সে গাধার মত শিশ্ন ও ঘোড়ার মত ভাসিয়ে দেওয়া বীর্য্য সম্পন্ন প্রেমিকদের কথা স্মরণ করল। অধ্যায় দেখুন |