যিহিষ্কেল 23:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 তাহারা পটিকাতে বদ্ধকটি, তাহাদের মস্তকে রঙে ডুবান দীর্ঘ উষ্ণীষ, তাহারা সকলে দেখিতে সেনানীদের ন্যায়, কল্দীয় দেশজাত বাবিল-সন্তানদের রূপবিশিষ্ট। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 তাদের কোমরবন্ধনী, তাদের মাথায় রঙীন দীর্ঘ পাগড়ী, তারা সকলে দেখতে সেনানীদের মত, কল্দীয় দেশজাত ব্যাবিলনীয়দের রূপবিশিষ্ট। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 তাদের কোমর বাঁধনি এবং মাথায় উড়ন্ত পাগড়ি; তারা সবাই দেখতে ব্যাবিলীয় রথের সেনাপতিদের মতো, যারা কলদীয় দেশের অধিবাসী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 তাহারা পটিকাতে বদ্ধকটি, তাহাদের মস্তকে রঙ্গে ডুবান দীর্ঘ উষ্ণীষ, তাহারা সকলে দেখিতে সেনানীদের ন্যায়, কল্দীয় দেশজাত বাবিল-সন্তানদের রূপবিশিষ্ট। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 তাদের কোমরে ছিল কোমরবন্ধ, মাথায় ছিল পাগড়ী। ঐসব লোকদের দেখে মনে হত যেন অশ্বারোহীদের আধিকারিক; তারা ছিল কল্দীয়, বাবিলে তাদের জন্ম। অধ্যায় দেখুন |