যিহিষ্কেল 22:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 তোমার মধ্যে লোকে পিতার উলঙ্গতা অনাবৃত করিয়াছে; তোমার মধ্যে লোকে ঋতুমতী অশুচি স্ত্রীকে বলাৎকার করিয়াছে; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 তোমার মধ্যে লোকে পিতার উলঙ্গতা অনাবৃত করে; তোমার মধ্যে লোকে ঋতুমতী নাপাক স্ত্রীকে বলাৎকার করে; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 তোমার মধ্যে এমন এমন লোক আছে যারা বাবার বিছানাকে অসম্মান করে; ঋতুমতী মহিলার সঙ্গে মিলিত হয়, যখন তারা অশুচি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 কেউ কেউ সৎমাকে নিয়ে সংসার করে। রজঃস্বলা নারীকে ধর্ষণ করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 তোমার মধ্যে লোকে পিতার উলঙ্গতা অনাবৃত করিয়াছে; তোমার মধ্যে লোকে ঋতুমতী অশুচি স্ত্রীকে বলাৎকার করিয়াছে; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 তারা তাদের পিতার স্ত্রীর সঙ্গে যৌন পাপ কাজ করে, মাসিকের সময় তাদের স্ত্রীদের ওপর বলাৎকার করে। অধ্যায় দেখুন |