যিহিষ্কেল 21:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 তাহাতে সমস্ত প্রাণী জানিবে যে, আমি সদাপ্রভু কোষ হইতে আপন খড়্গ বাহির করিয়াছি, তাহা আর ফিরিবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 তাতে সমস্ত প্রাণী জানবে যে, আমি মাবুদ কোষ থেকে আমার তলোয়ার বের করেছি, তা আর ফিরবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 তখন সব লোক জানবে যে, আমি সদাপ্রভুই খাপ থেকে তরোয়াল বের করেছি; তা আর ফিরবে না।’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 প্রত্যেকে জানবে যে আমি প্রভু পরমেশ্বর আমার তরবারি কোষমুক্ত করেছি, এ তরবারি আমি কোষবদ্ধ করব না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 তাহাতে সমস্ত প্রাণী জানিবে যে, আমি সদাপ্রভু কোষ হইতে আপন খড়্গ বাহির করিয়াছি, তাহা আর ফিরিবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 তখন সমস্ত লোক জানবে যে আমিই প্রভু। আর এও জানবে যে আমিই খাপ থেকে তরবারি বার করেছি। আমার তরবারি কাজ শেষ না করা পর্যন্ত তার খাপে ফিরে যাবে না।’” অধ্যায় দেখুন |