যিহিষ্কেল 21:25 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)25 আর হে আহত দুষ্ট ইস্রায়েল-নরপতি, অন্তক অপরাধের সময়ে তোমার দিন উপস্থিত হইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 আর হে আহত দুষ্ট ইসরাইল-নরপতি, শেষ অপরাধের সময়ে তোমার দিন উপস্থিত হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 “ ‘ওহে অপবিত্র ও দুষ্ট ইস্রায়েলের রাজপুত্র, তোমার দিন উপস্থিত হয়েছে, তোমার শাস্তির সময় চরমসীমায় পৌঁছেছে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 আর তুমি, হে অভিশপ্ত নরাধম ইসরায়েল নরপতি, তোমারও দিন ঘনিয়ে এসেছে, এবার তোমায় চরম দণ্ড পেতে হবে সেইদিন আসন্ন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 আর হে আহত দুষ্ট ইস্রায়েল-নরপতি, অন্তক অপরাধের সময়ে তোমার দিন উপস্থিত হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 আর ওহে ইস্রায়েলের দুষ্ট নেতারা, তোমরা হত হবে। তোমাদের শাস্তির সময় এসেছে, শেষ দশা ঘনিয়ে আসছে!” অধ্যায় দেখুন |