যিহিষ্কেল 20:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 তুমি কি তাহাদের বিচার করিবে, হে মনুষ্য-সন্তান, তুমি কি তাহাদের বিচার করিবে? তবে তাহাদের পিতৃপুরুষদের ঘৃণার্হ ক্রিয়া সকল তাহাদিগকে জ্ঞাত কর; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 হে মানুষের সন্তান, তুমি কি তাদের বিচার করবে? তবে তাদের পূর্বপুরুষদের ঘৃণার কাজগুলোর কথা তাদের জানাও; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 “তুমি কি তাদের বিচার করবে? হে মানবসন্তান, তুমি কি তাদের বিচার করবে? তবে তাদের পূর্বপুরুষদের ঘৃণ্য কাজের কথা তাদের জানাও অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 হে মর্ত্যমানব, তুমি কি ওদের দণ্ড দিতে প্রস্তুত? তাহলে তাই দাও। ওদের পিতৃপুরুষেরা কী জঘন্য অনাচারই না করত! সে কথা ওদের স্মরণ করিয়ে দাও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 হে মনুষ্য-সন্তান, তুমি কি তাহাদের বিচার করিবে? তুমি কি তাহাদের বিচার করিবে? তবে তাহাদের পিতৃপুরুষদের ঘৃণার্হ ক্রিয়া সকল তাহাদিগকে জ্ঞাত কর; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 তুমি কি তাদের বিচার করবে? হে মনুষ্যসন্তান, তুমি কি তাদের বিচার করবে? তবে তাদের পিতারা যে জঘন্য কাজগুলি করেছে তার কথা নিশ্চয়ই তাদের বল। অধ্যায় দেখুন |