যিহিষ্কেল 16:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)9 পরে আমি তোমাকে জলে স্নান করাইলাম, তোমার গাত্র হইতে সমস্ত রক্ত ধৌত করিলাম, আর তৈল মর্দন করিলাম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 পরে আমি তোমাকে পানিতে গোসল করালাম, তোমার শরীর থেকে সমস্ত রক্ত ধুয়ে দিলাম, আর তেল লাগিয়ে দিলাম। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 “ ‘আমি তোমাকে জলে স্নান করালাম, তোমার গা থেকে সমস্ত রক্ত ধুয়ে দিলাম এবং গায়ে তেল লাগিয়ে দিলাম। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 আমি তোমায় স্নান করিয়ে দিলাম, ধুয়ে পরিষ্কার করে দিলাম তোমার শোণিত কলঙ্ক। মাখিয়ে দিলাম তেল তোমার অঙ্গে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 পরে আমি তোমাকে জলে স্নান করাইলাম, তোমার গাত্র হইতে সমস্ত রক্ত ধৌত করিলাম, আর তৈল মর্দ্দন করিলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 “‘আমি তোমায় জলে স্নান করালাম। তোমার রক্ত ধুলাম ও তোমার গায়ে তেল মালিশ করলাম। অধ্যায় দেখুন |