যিহিষ্কেল 16:29 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)29 আর তুমি বাণিজ্যের দেশ কল্দিয়া পর্যন্ত আপন ব্যভিচার বৃদ্ধি করিয়াছ, কিন্তু ইহাতেও তৃপ্ত হইলে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 আর তুমি বাণিজ্যের দেশ কল্দিয়া পর্যন্ত তোমার জেনার কাজ বৃদ্ধি করেছ, কিন্তু এতেও তৃপ্ত হলে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 তারপরে তুমি তোমার ব্যভিচারের কাজ বাড়িয়ে বণিকদের দেশ ব্যাবিলনের সঙ্গেও ব্যভিচার করেছ, কিন্তু এতেও তোমার তৃপ্তি হয়নি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 ব্যাবিলনবাসী বণিকদের সাথেও তুমি সেই বৃত্তি চালালে, তারাও তোমাকে তুষ্ট করতে পারল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 আর তুমি বাণিজ্যের দেশ কল্দিয়া পর্য্যন্ত আপন ব্যভিচার বৃদ্ধি করিয়াছ, কিন্তু ইহাতেও তৃপ্ত হইলে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 তাই তুমি কনানের দিকে ফিরলে, তারপর বাবিলের দিকে। তবু তোমার মন ভরল না। অধ্যায় দেখুন |