যিহিষ্কেল 16:23 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)23 আর তোমার এই সকল দুষ্কার্যের পরে- প্রভু সদাপ্রভু কহেন, ধিক্, ধিক্ তোমাকে!- অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 আর তোমার এসব দুষ্কার্যের পরে— সার্বভৌম মাবুদ বলেন, ধিক্, ধিক্ তোমাকে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ23 “ ‘ধিক্! ধিক্ তোমাকে, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন। তোমার অন্য সব দুষ্টতার পরেও, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 সর্বাধিপতি প্রভু বলেছেন, তোমার কাল ঘনিয়ে এসেছে! এত সব জঘন্য অনাচারের পরেও অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 আর তোমার এই সকল দুষ্কার্য্যের পরে—প্রভু সদাপ্রভু কহেন, ধিক্, ধিক্ তোমাকে! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 “ঐসব মন্দ কাজের পর, হায় জেরুশালেম, এ তোমার পক্ষে ভীষণ অমঙ্গলদায়ক হবে!” প্রভু আমার সদাপ্রভু এইসব কথা বলেছেন। অধ্যায় দেখুন |