যিহিষ্কেল 16:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 হে মনুষ্য-সন্তান, তুমি যিরূশালেমকে তাহার ঘৃণার্হ কার্য সকল জ্ঞাত কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 হে মানুষের সন্তান, তুমি জেরুশালেমকে তার ঘৃণার কাজগুলোর কথা জানাও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 “হে মানবসন্তান, জেরুশালেমের ঘৃণ্য কাজ সকলের বিষয় তার কাছে ঘোষণা করো অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 হে মর্ত্যমানব , জেরুশালেমকে আঙুল তুলে দেখিয়ে বল যে, কী জঘন্য অনাচারই না সে করছে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 হে মনুষ্য-সন্তান, তুমি যিরূশালেমকে তাহার ঘৃণার্হ কার্য্য সকল জ্ঞাত কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 “মনুষ্যসন্তান, জেরুশালেমের লোকরা যে সমস্ত ঘৃণিত কাজ করেছে সে সম্বন্ধে তাদের বল। অধ্যায় দেখুন |