যিহিষ্কেল 16:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)11 পরে তোমাকে নানা আভরণে বিভূষিত করিলাম, তোমার হস্তে কঙ্কণ ও গলদেশে হার দিলাম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 পরে তোমাকে নানা গহনা দিয়ে সাজালাম, তোমার হাতে কঙ্কণ ও গলদেশে হার দিলাম। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 আমি তোমাকে গহনা দিয়ে সাজালাম তোমার হাতে চুড়ি ও গলায় হার, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 অলঙ্কারে সাজালাম তোমাকে, হাতে দিলাম কঙ্কন, গলায় মণিহার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 পরে তোমাকে নানা আভরণে বিভূষিত করিলাম, তোমার হস্তে কঙ্কণ ও গলদেশে হার দিলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 তারপর তোমায় কিছু অলঙ্কার দিলাম, তোমার হাতে বালা ও গলায় হার দিলাম। অধ্যায় দেখুন |