যিহিষ্কেল 14:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 ফলতঃ আমি সেই মনুষ্যের বিরুদ্ধে মুখ রাখিব, এবং তাহাকে চিহ্ন ও প্রবাদের জন্য বিস্ময়াস্পদ করিব, এবং আমার প্রজাদের মধ্য হইতে তাহাকে উচ্ছিন্ন করিব; তাহাতে তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 ফলত আমি সেই মানুষের বিরুদ্ধে মুখ রাখবো এবং তাকে চিহ্ন ও প্রবাদের জন্য বিস্ময়াস্পদ করবো এবং আমার লোকদের মধ্য থেকে তাকে মুছে ফেলব; তাতে তোমরা জানবে যে, আমিই মাবুদ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 আমি সেই লোকের বিপক্ষে দাঁড়াব এবং তাকে একটি দৃষ্টান্ত ও একটি চলতি কথার মতো করব। আমার লোকদের মধ্য থেকে আমি তাকে ছেঁটে ফেলব। তখন তোমরা জানবে যে আমিই সদাপ্রভু। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 আমি তাকে সকলের সামনে ভয়াবহ দৃষ্টান্তস্বরূপ করব। আমি তাকে আমার প্রজাসমাজ থেকে উৎখাত করব। তখন তোমরা জানবে যে, আমিই প্রভু পরমেশ্বর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 ফলতঃ আমি সেই মনুষ্যের বিরুদ্ধে মুখ রাখিব, এবং তাহাকে চিহ্ন ও প্রবাদের জন্য বিস্ময়াস্পদ করিব, এবং আমার প্রজাদের মধ্য হইতে তাহাকে উচ্ছিন্ন করিব; তাহাতে তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 আমি সেই ব্যক্তির বিরুদ্ধে উঠে দাঁড়াব। আমি তাকে ধ্বংস করব, অন্য লোকেদের কাছে সে উদাহরণ স্বরূপ হবে। লোকে তাকে দেখে হাসবে। আমি তাকে আমার প্রজাদের মধ্য থেকে উচ্ছেদ করব। তখন তোমরা জানবে যে আমিই প্রভু! অধ্যায় দেখুন |