যিহিষ্কেল 13:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 প্রভু সদাপ্রভু এই কথা কহেন, ধিক্ সেই নির্বোধ ভাববাদিগণকে, যাহারা আপন আপন আত্মার অনুগমন করে, কিছুই দেখে নাই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 সার্বভৌম মাবুদ এই কথা বলেন, ধিক্ সেই নির্বোধ নবীদেরকে, যারা নিজ নিজ রূহের পিছনে চলে, কিছুই দেখে নি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন ধিক্ সেই নির্বোধ ভাববাদীরা যারা কোনও দর্শন না পেয়ে তাদের মনগড়া কথা বলে! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 প্রভু পরমেশ্বর এই কথা বলেনঃ ধিক্ এই মূর্খ নবীদের! প্রকৃত পক্ষে তারা কোন দৈব দর্শনই পায় না। নিজেদের ভাবের ঘোরে কল্পনায় যা দেখে, তাকেই দর্শন বলে চালায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 প্রভু সদাপ্রভু এই কথা কহেন, ধিক্ সেই নির্ব্বোধ ভাববাদিগণকে, যাহারা আপন আপন আত্মার অনুগমন করে, কিছুই দেখে নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন। ওহে মূর্খ ভাববাদীরা, তোমাদের প্রতি অমঙ্গল ঘটবে। তোমরা নিজের নিজের আত্মার অনুগমণ করছ। তোমরা দর্শনে প্রকৃতপক্ষে যা দেখছ তা লোকদের কাছে বলছ না।’ অধ্যায় দেখুন |