যিহিষ্কেল 10:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 প্রত্যেক প্রাণীর চারি মুখ ও চারি পক্ষ, এবং তাহাদের পক্ষের নিচে মনুষ্য-হস্তের মূর্তি ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 প্রত্যেক প্রাণীর চারটি মুখ ও চারটি পাখা এবং তাদের পাখার নিচে মানুষের হাতের মূর্তি ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 প্রত্যেকের চারটি করে মুখ ও চারটি করে ডানা ছিল এবং তাদের ডানার নিচে মানুষের হাতের মতো দেখতে কিছু ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 প্রত্যেকের চারটি করে মুখ ও চারটি করে ডানা। ডানার তলায় মানুষের মত হাত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 প্রত্যেক প্রাণীর চারি মুখ ও চারি পক্ষ, এবং তাহাদের পক্ষের নীচে মনুষ্য-হস্তের মূর্ত্তি ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 অর্থাৎ প্রত্যেক পশুর চারটি করে মুখ, চারটি ডানা আর ডানার তলায় মানুষের হাতের মত দেখতে হাত ছিল। অধ্যায় দেখুন |