Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 10:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

14 প্রত্যেক প্রাণীর চারি মুখ; প্রথম মুখ করূবের মুখ, দ্বিতীয় মুখ মনুষ্যের মুখ, তৃতীয় সিংহের মুখ ও চতুর্থ ঈগল পক্ষীর মুখ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 প্রত্যেক প্রাণীর চারটি মুখ; প্রথম কারুবীর মুখ, দ্বিতীয় মানুষের মুখ, তৃতীয় সিংহের মুখ ও চতুর্থ ঈগল পাখির মুখ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 প্রত্যেকটি করূবের চারটি করে মুখ ছিল; প্রথমটি করূবের, দ্বিতীয়টি মানুষের, তৃতীয়টি সিংহের, চতুর্থটি ঈগল পাখির।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

14 প্রত্যেকটি প্রাণীর চারটি করে মুখ। সেই চারটি মুখের একটি ষাঁড়, একটি মানুষ, একটি সিংহ এবং একটি ঈগল পাখির মুখ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 প্রত্যেক প্রাণীর চারি মুখ; প্রথম মুখ করূবের মুখ, দ্বিতীয় মুখ মানুষের মুখ, তৃতীয় সিংহের মুখ ও চতুর্থ ঈগল পক্ষীর মুখ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14-15 প্রত্যেক করূব দূতের চারটি করে মুখ ছিল। প্রথম মুখটি করূবের মুখ। দ্বিতীয়টি মানুষের মুখ। তৃতীয়টি সিংহের মুখ, আর চতুর্থটি ঈগলের মুখ। তখন আমি বুঝলাম দর্শনে যে পশুদের আমি কবার নদীর ধারে দেখেছিলাম তা করূব দূত ছিল! তারপর সেই করূব দূতরা আকাশে উঠল।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 10:14
7 ক্রস রেফারেন্স  

প্রথম প্রাণী সিংহের তুল্য, দ্বিতীয় প্রাণী গোবৎসের তুল্য, তৃতীয় প্রাণী মনুষ্যের ন্যায় মুখমণ্ডলবিশিষ্ট, এবং চতুর্থ প্রাণী উড্ডীয়মান ঈগল পক্ষীর তুল্য।


প্রত্যেক প্রাণীর চারি মুখ ও চারি পক্ষ, এবং তাহাদের পক্ষের নিচে মনুষ্য-হস্তের মূর্তি ছিল।


আর সে তাহার অবলম্বনের প্রদেশে ও তাহার ধারে প্রত্যেকের স্থান-পরিমাণ অনুসারে করূব, সিংহ ও খর্জুর বৃক্ষ ক্ষুদিল ও চারিদিকে মালা দিল।


আর বিটের পাটায় সিংহ, গরু ও করূব ছিল, এবং উপরিভাগে বিট সকলের উপরে বৈঠক ছিল, এবং সিংহ ও গরু সকলের নিচে ঝুলান মালার মত কাজ ছিল।


আর আমি শুনিলাম, সেই চক্রগুলিকে কেহ উচ্চৈঃস্বরে কহিল, ঘূর্ণমান [চক্র]।


বস্তুতঃ এক পার্শ্বস্থ খর্জুরের দিকে মনুষ্যের মুখ, এবং অন্য পার্শ্বস্থ খর্জুরের দিকে সিংহের মুখ, চারিদিকে সমস্ত গৃহে শিল্পিত ছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন