যিহিষ্কেল 10:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 আর তাহাদের সর্বাঙ্গ, তাহাদের পৃষ্ঠ, হস্ত ও পক্ষ এবং চক্র সকল চারিদিকে চক্ষুতে পরিপূর্ণ ছিল, চারিটির চক্রে চক্ষু ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 আর তাদের সর্বাঙ্গ, তাদের পিঠ, হাত ও পাখা এবং চাকাগুলোর চারদিকে চোখে পরিপূর্ণ ছিল, চারটির চাকায় চোখ ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 তাদের চারটি চাকাতে, গোটা দেহে, পিঠে, হাতে এবং ডানার চারপাশে চোখে ভরা ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 তাদের গায়ে, পিটে, হাতে ডানায় এবং চাকায় ছিল অসংখ্য চোখ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 আর তাহাদের সর্ব্বাঙ্গ, তাহাদের পৃষ্ঠ, হস্ত ও পক্ষ এবং চক্র সকল চারিদিকে চক্ষুতে পরিপূর্ণ ছিল, চারিটীর চক্রে চক্ষু ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 তাদের দেহের সর্বত্র চোখে পূর্ণ। তাদের পিঠে, হাতে, ডানায় ও চাকায় চোখে পূর্ণ। হ্যাঁ, চার চাকাও চোখে পূর্ণ ছিল! অধ্যায় দেখুন |