Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 1:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

6 আর প্রত্যেকের চারি চারি মুখ ও চারি চারি পক্ষ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 আর প্রত্যেকের চারটি মুখ ও চারটি পাখা।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 কিন্তু তাদের প্রত্যেকের চারটি করে মুখ ও চারটি করে ডানা ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

6 কিন্তু প্রত্যেকের চারটি মুখ আর চারটি ডানা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 আর প্রত্যেকের চারি চারি মুখ ও চারি চারি পক্ষ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 প্রত্যেক পশুর চারটি করে মুখ ও চারটি করে ডানা ছিল।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 1:6
10 ক্রস রেফারেন্স  

প্রত্যেক প্রাণীর চারি মুখ; প্রথম মুখ করূবের মুখ, দ্বিতীয় মুখ মনুষ্যের মুখ, তৃতীয় সিংহের মুখ ও চতুর্থ ঈগল পক্ষীর মুখ।


তাহাদের আকৃতি এই, চারিটির রূপ একই ছিল; যেন চক্রের মধ্যে চক্র রহিয়াছে।


আমি যখন ঐ প্রাণীদিগকে অবলোকন করিলাম, দেখ, ভূতলে ঐ প্রাণীদের পার্শ্বে চারি মুখের এক একটির জন্য এক এক চক্র ছিল।


তাঁহার নিকটে সরাফগণ দণ্ডায়মান ছিলেন; তাঁহাদের মধ্যে প্রত্যেক জনের ছয় ছয় পক্ষ, প্রত্যেকে দুই পক্ষ দ্বারা আপন মুখ আচ্ছাদন করেন, দুই পক্ষ দ্বারা চরণ অচ্ছাদন করেন, ও দুই পক্ষ দ্বারা উড্‌ডীন হন।


আর সেই দুই করূব ঊর্ধ্বে পক্ষ বিস্তার করিয়া ঐ পক্ষ দ্বারা পাপাবরণকে আচ্ছাদন করিবে, এবং তাহাদের মুখ পরস্পরের দিকে থাকিবে, করূবদের দৃষ্টি পাপাবরণের দিকে থাকিবে।


সেই বিতানের নিচে তাহাদের পক্ষ সকল পরস্পরের দিকে ঋজুভাবে প্রসারিত ছিল, প্রত্যেক প্রাণীর এই দিকে দুই, ঐ দিকে দুই পক্ষ ছিল, সেইগুলি তাহাদের গাত্র আচ্ছাদন করিয়াছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন