যিহিষ্কেল 1:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 আর তাহার মধ্য হইতে চারি প্রাণীর মূর্তি প্রকাশ পাইল। তাহাদের আকৃতি এই; তাহাদের রূপ মনুষ্যবৎ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 আর তার মধ্য থেকে চারটি প্রাণীর মূর্তি প্রকাশ পেল। তাদের আকৃতি এই; তাদের রূপ মানুষের মত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 আর আগুনে মধ্যে চারটি জীবন্ত প্রাণীর মতো কিছু দেখা গেল। তাদের চেহারা দেখতে ছিল মানুষের মতো অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 এই ঝঞ্ঝালীলার একেবারে কেন্দ্রবিন্দুতে দেখা গেল চারটি প্রাণীকে। দেখতে ওরা মানুষেরই মত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 আর তাহার মধ্য হইতে চারি প্রাণীর মূর্ত্তি প্রকাশ পাইল। তাহাদের আকৃতি এই; তাহাদের রূপ মনুষ্যবৎ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 মেঘের মধ্যে ছিল চারটি পশু যাদের মানুষের মত রূপ। অধ্যায় দেখুন |