যিহিষ্কেল 1:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 গমনকালে ঐ চারি চক্র চারি পার্শ্বে গমন করিত, গমনকালে ফিরিত না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 গমনকালে ঐ চারটি চাকা চারপাশে গমন করতো, গমনকালে ফিরতো না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 চাকাগুলি চারিদিকের একদিকে চলত যেদিকে প্রাণীগুলির মুখ থাকত; প্রাণীগুলি চলবার সময় চাকাগুলি দিক পরিবর্তন করত না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 যেন যেদিকে প্রয়োজন, সেইদিকেই যেতে পারে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 গমনকালে ঐ চারি চক্র চারি পার্শ্বে গমন করিত, গমনকালে ফিরিত না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 চাকাগুলি যে কোনো দিকে যাবার জন্য ঘুরতে পারত, কিন্তু চলবার সময় চাকাগুলো তাদের দিক্ পরিবর্ত্তন করেনি। অধ্যায় দেখুন |