যিশাইয় 8:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 ইহার প্রমাণের জন্য আমি ঊরিয় যাজক ও যিবেরিখিয়ের পুত্র সখরিয়, এই দুই বিশ্বস্ত পুরুষকে আপনার সাক্ষী করিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 এর প্রমাণের জন্য আমি ঊরিয় ইমাম ও যিবেরিখিয়ের পুত্র জাকারিয়া, এই দুই বিশ্বস্ত পুরুষকে নিজের সাক্ষী করবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 আর আমার নির্ভরযোগ্য সাক্ষী হওয়ার জন্য আমি যাজক ঊরিয় ও যিবেরিখিয়ের পুত্র সখরিয়কে ডেকে নেব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 পুরোহিত উরিয় এবং যিবেরিখিয়ের পুত্র সখরিয়কে বিশ্বাসযোগ্য সাক্ষী হিসাবে নাও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 ইহার প্রমাণের জন্য আমি ঊরিয় যাজক ও যিবেরিখিয়ের পুত্র সখরিয়, এই দুই বিশ্বস্ত পুরুষকে আপনার সাক্ষী করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 আমি কিছু লোককে একত্রিত করলাম যাদের সাক্ষী হিসেবে বিশ্বাস করা যায়। (এরা হল ঊরিয় যাজক ও যিবেরিখিয়ের পুত্র সখরিয়।) আমি ঐ কথা লেখার সময় এরা লক্ষ্য রাখল। অধ্যায় দেখুন |