যিশাইয় 62:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 আর তুমি সদাপ্রভুর হস্তস্থিত ভূষণার্থক মুকুট, তোমার ঈশ্বরের করতলস্থিত রাজকিরীট হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 আর তুমি মাবুদের হাতে একটা জাঁকজমকপূর্ণ মুকুট, তোমার আল্লাহ্র হাতে একটা রাজমুকুট হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 তুমি হবে সদাপ্রভুর হাতে এক সৌন্দর্যের মুকুট, তোমার ঈশ্বরের হাতে এক রাজকীয় কিরীট। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 তুমি হবে প্রভু পরমেশ্বরের গৌরবমুকুট, সৌন্দর্যে অতুলনীয় এক রাজকিরীট। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 আর তুমি সদাপ্রভুর হস্তস্থিত ভূষণার্থক মুকুট, তোমার ঈশ্বরের করতলস্থিত রাজকিরীট হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 প্রভু তোমার জন্য গর্বিত হবেন। তুমি হবে প্রভুর হাতের সুন্দর মুকুটের মত। অধ্যায় দেখুন |