যিশাইয় 60:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 এ কাহারা উড়িয়া আসিতেছে, মেঘের ন্যায়, আপন আপন খোপের দিকে কপোতের ন্যায়? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 ওই কারা উড়ে আসছে, মেঘের মত, নিজ নিজ খোপের দিকে কবুতরের মত? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 “এরা কারা, যারা মেঘের মতো উড়ে আসছে, নিজেদের বাসার প্রতি ঘুঘুর মতো আসছে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 মেঘপুঞ্জের মত পাল তুলে কারা ভেসে আসে, যেন ঘরে ফিরে আসছে কপোতের দল? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 এ কাহারা উড়িয়া আসিতেছে, মেঘের ন্যায়, আপন আপন খোপের দিকে কপোতের ন্যায়? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 লোকের দিকে তাকাও। আকাশে দ্রুত পার হয়ে যাওয়া মেঘের মতো তারা তোমার দিকে অগ্রসর হচ্ছে। তারা হল খুব দ্রুত বাসায় উড়ে যাওয়া ঘুঘু পাখীদের মত। অধ্যায় দেখুন |