যিশাইয় 60:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 আর তোমার প্রজারা সকলে ধার্মিক হইবে, তাহারা চিরকাল তরে দেশ অধিকার করিবে, তাহারা আমার রোপিত তরুর শাখা, আমার হস্তের কার্য, যেন আমি বিভূষিত হই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 আর তোমার লোকেরা সকলে ধার্মিক হবে, তারা চিরকালের জন্য দেশ অধিকার করবে, তারা আমার রোপিত তরুর শাখা, আমার হাতের কাজ, যেন আমার মহিমা প্রকাশিত হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 তখন তোমার সমস্ত প্রজা ধার্মিক হবে, তারা চিরকালের জন্য দেশের অধিকারী হবে। তারাই সেই চারাগাছ, যা আমি রোপণ করেছিলাম, তারা আমার নিজের হাতের কাজ, যেন আমার সৌন্দর্যের বিভব প্রদর্শিত হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 তোমার প্রজাবৃন্দ হবে ধর্মনিষ্ঠ দেশের অধিকার লাভ করবে চিরতরে। আমি তরুর মত রোপণ করেছি, সৃষ্টি করেছি তাদের যেন প্রকাশিত হয় আমার মহিমা সর্বজনের কাছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 আর তোমার প্রজারা সকলে ধার্ম্মিক হইবে, তাহারা চিরকাল তরে দেশ অধিকার করিবে, তাহারা আমার রোপিত তরুর শাখা, আমার হস্তের কার্য্য, যেন আমি বিভূষিত হই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 “তোমার সব লোক ভাল হবে। তারা পৃথিবীকে চিরকালের জন্য পাবে। তাদের আমি সৃষ্টি করেছি। তারা আমার নিজের হাতে গড়ে তোলা চমৎকার বৃক্ষ। অধ্যায় দেখুন |