যিশাইয় 60:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 লিবানোনের গৌরব তোমার কাছে আসিবে, দেবদারু, তিধর ও তাশূর বৃক্ষ একত্র আসিবে, আমার পবিত্র স্থান বিভূষিত করিবার নিমিত্ত আসিবে, এবং আমি আপন চরণের স্থান গৌরবান্বিত করিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 লেবাননের গৌরব তোমার কাছে আসবে, দেবদারু, তিধর ও তাশূর গাছ একত্র আসবে, আমার পবিত্র স্থান বিভূষিত করার জন্য আসবে, এবং আমি আমার চরণের স্থান গৌরবান্বিত করবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 “লেবাননের গৌরব তোমার কাছে আসবে, দেবদারু, ঝাউ ও চিরহরিৎ গাছ একসঙ্গে আসবে, যেন আমার পবিত্র ধামকে সুশোভিত করতে পারে; আর আমি আমার পা রাখার স্থানকে গৌরব দান করব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 তোমাকে পুনর্নির্মাণ করতে হে জেরুশালেম, সুশোভিত করতে আমার মন্দির, বিভূষিত করতে আমার নগরী আনা হবে দেবদারু, ওক আর পাইন কাষ্ঠ সর্বোৎকৃষ্ট বৃক্ষের অরণ্য লেবানন থেকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 লিবানোনের গৌরব তোমার কাছে আসিবে, দেবদারু, তিধর ও তাশূর বৃক্ষ একত্র আসিবে, আমার পবিত্র স্থান বিভূষিত করিবার নিমিত্ত আসিবে, এবং আমি আপন চরণের স্থান গৌরবান্বিত করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 লিবানোনের সব মহৎ দ্রব্যই তুমি পাবে। লোকরা তোমাকে পাইন, ফার ও সাইপ্রাসের মতো মূল্যবান গাছ দেবে। এই গাছগুলি জেরুশালেমে আমার জেরুশালেমস্থিত উপাসনাগৃহকে আরও সুন্দর করে তৈরি করতে ব্যবহৃত হবে। এই জায়গাটা আমার সিংহাসনের সামনে চৌকির মতো হবে। এবং আমি এই জায়গাটিকে যথেষ্ট সম্মান দেব। অধ্যায় দেখুন |