যিশাইয় 58:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)9 তৎকালে তুমি ডাকিবে ও সদাপ্রভু উত্তর দিবেন; তুমি আর্তনাদ করিবে ও তিনি কহিবেন, এই যে আমি। যদি তুমি আপনার মধ্য হইতে জোঁয়ালি, অঙ্গুলিতর্জন ও অধর্মবাক্য দূর কর, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 সেই সময়ে তুমি ডাকবে ও মাবুদ উত্তর দেবেন; তুমি আর্তনাদ করবে ও তিনি বলবেন, এই যে আমি। যদি তুমি নিজের মধ্য থেকে অত্যাচারের জোয়াল, অঙ্গুলির তর্জন ও অধর্মের কথা দূর কর, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 তখন তুমি ডাকলে সদাপ্রভু উত্তর দেবেন; তুমি সাহায্যের জন্য কাঁদলে তিনি বলবেন: এই যে আমি। “তুমি যদি অত্যাচারের জোয়াল, অর্থাৎ অঙ্গুলিতর্জন ও বিদ্বেষপূর্ণ কথাবার্তা দূর করো, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 যখন তোমরা প্রার্থনা করবে, আমি উত্তর দেব, যখন আমায় ডাকবে, আমি সাড়া দেব তোমাদের ডাকে। তোমরা যদি সর্বপ্রকার অন্যায়-অবিচার, মিথ্যা অভিযোগ ছলনা ও কপটতা ত্যাগ কর, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 তৎকালে তুমি ডাকিবে ও সদাপ্রভু উত্তর দিবেন; তুমি আর্ত্তনাদ করিবে ও তিনি কহিবেন, এই যে আমি। যদি তুমি আপনার মধ্য হইতে যোঁয়ালি, অঙ্গুলিতর্জ্জন ও অধর্ম্মবাক্য দূর কর, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 তখন তোমরা প্রভুর সঙ্গে কথাবার্তা চালাতে পারবে। প্রভু তোমাদের প্রশ্নের জবাব দেবেন! তোমরা প্রভুর জন্য চিৎকার করবে এবং তিনি বলবেন, “আমি এই খানে।” তোমাদের উচিৎ অন্যের সমস্যা ও বোঝা বানানো বন্ধ করা। তোমাদের অন্যকে আঘাত করে বা দোষারোপ করে কথা বলা বন্ধ করা উচিৎ। অধ্যায় দেখুন |