যিশাইয় 57:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 আর বলা হইবে, উচ্চ কর, উচ্চ কর, পথ পরিষ্কার কর, আমার প্রজাগণের পথ হইতে বিঘ্ন দূর কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 আর বলা হবে, উঁচু কর, উঁচু কর, পথ পরিষ্কার কর, আমার লোকদের পথ থেকে সমস্ত বাধা দূর কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 আর এরকম বলা হবে, “তৈরি করো, তৈরি করো, তোমরা রাস্তা তৈরি করো! আমার প্রজাদের চলা পথ থেকে সমস্ত বাধা অপসারিত করো।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 প্রভু পরমেশ্বর বলেন, ফিরে আসুক আমার প্রজারা আমার কাছে। দূর করে দাও তাদের পথের সমস্ত বাধা! নির্মাণ কর পথ, প্রস্তুত রাখ সর্বদা! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 আর বলা হইবে, উচ্চ কর, উচ্চ কর, পথ পরিষ্কার কর, আমার প্রজাগণের পথ হইতে বিঘ্ন দূর কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 রাস্তা পরিষ্কার করো! রাস্তা পরিষ্কার করো! আমার লোকদের রাস্তা থেকে বাধা সরাও। অধ্যায় দেখুন |