যিশাইয় 54:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 দেখ, যে কর্মকার জ্বলন্ত অঙ্গারে বাতাস দেয়, আর আপন কার্যের জন্য অস্ত্র গঠন করে, আমিই তাহার সৃষ্টি করিয়াছি, বিনাশ করণার্থে নাশকের সৃষ্টিও আমিই করিয়াছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 দেখ, যে কর্মকার জ্বলন্ত অঙ্গারে বাতাস দেয়, আর তার কাজের জন্য অস্ত্র গঠন করে, আমিই তাকে সৃষ্টি করেছি, বিনাশ করার জন্য নাশকের সৃষ্টিও আমিই করেছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 “দেখো, আমি সেই কর্মকারকে সৃষ্টি করেছি, যে হাপরে বাতাস দিয়ে অঙ্গার প্রজ্বলিত করে ও কাজের উপযুক্ত এক অস্ত্র গঠন করে। বিনাশককে ধ্বংস করার জন্য আমিই সৃষ্টি করেছি; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 আমি সৃষ্টি করেছি কর্মকারকে, যে প্রজ্বলিত অঙ্গারের সাহায্যে অস্ত্র গড়ে, সেই অস্ত্র দিয়ে যুদ্ধ করে যে সৈনিক, সেও আমারই সৃষ্টি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 দেখ, যে কর্ম্মকার জ্বলদঙ্গারে বাতাস দেয়, আর আপন কার্য্যের জন্য অস্ত্র গঠন করে, আমিই তাহার সৃষ্টি করিয়াছি, বিনাশ করণার্থে নাশকের সৃষ্টিও আমিই করিয়াছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 “দেখো, আমি কামারকে সৃষ্টি করেছি। সে আগুনে ফুঁ দিয়ে তাকে উত্তপ্ত করে। তারপর সে আগুন ব্যবহার করে গরম লোহার সাহায্যে নিজের ইচ্ছেমত যন্ত্র বানায়। ঠিক সে ভাবেই আমি সৃষ্টি করেছি ‘ধ্বংসকারকদের’ জিনিস ধ্বংস করার জন্য। অধ্যায় দেখুন |