যিশাইয় 51:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 অতএব তুমি এই কথা শুন, হে দুঃখিনি, তুমি মত্তা, কিন্তু দ্রাক্ষারসে নয়; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 অতএব তুমি এই কথা শোন, হে দুঃখিনী, তুমি মত্তা, কিন্তু আঙ্গুর-রসে নয়; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 সেই কারণে, তোমরা যারা কষ্ট পেয়েছ, একথা শোনো, তোমাকে মত্ত করা হয়েছে, কিন্তু দ্রাক্ষারসে নয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 যন্ত্রণায় জর্জরিত হে জেরুশালেমবাসী মদিরা পান না করেও মত্ত হয়েছ তোমরা, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 অতএব তুমি এই কথা শুন, হে দুঃখিনি, তুমি মত্তা, কিন্তু দ্রাক্ষারসে নয়; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 দরিদ্র জেরুশালেমবাসী, এই কথাটা শোন। তোমরা দ্রাক্ষারস পান না করলেও তোমরা মাতালদের মতো দুর্বল। অধ্যায় দেখুন |