যিশাইয় 51:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 সে মরিয়া কূপে নামিয়া যাইবে না, আর তাহার খাদ্যের অভাব হইবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 সে মরে গিয়ে কূপে নেমে যাবে না, আর তার খাদ্যের অভাব হবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 ভয়ে জড়োসড়ো বন্দিরা শীঘ্রই মুক্তি পাবে; তারা তাদের অন্ধকূপে আর মৃত্যুবরণ করবে না, তাদের খাদ্যের অভাবও আর হবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 বন্দী যারা, মুক্তি পাবে তারা অচিরেই লাভ করবে দীর্ঘজীবন, অন্নের অভাব তার হবে না কখনও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 সে মরিয়া কূপে নামিয়া যাইবে না, আর তাহার খাদ্যের অভাব হইবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 কয়েদের ভিতরে যেসব লোক ছিল তারা মুক্ত হবে। তারা মরবে না, তবে কারাগারে পচবে। তাদের জন্য থাকবে যথেষ্ট খাবার। অধ্যায় দেখুন |