যিশাইয় 50:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)9 দেখ, প্রভু সদাপ্রভু আমার সাহায্য করিবেন, কে আমাকে দোষী করিবে? দেখ, তাহারা সকলে বস্ত্রের ন্যায় জীর্ণ হইবে, কীটে তাহাদিগকে ভক্ষণ করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 দেখ, সার্বভৌম মাবুদ আমার সাহায্য করবেন, কে আমাকে দোষী করবে? দেখ, তারা সকলে কাপড়ের মত পুরানো হয়ে যাবে, পোকা তাদের খেয়ে ফেলবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 সার্বভৌম সদাপ্রভু আমাকে সাহায্য করেন। তাহলে কে আমাকে অপরাধী সাব্যস্ত করবে? তারা পোশাকের মতো সবাই জীর্ণ হবে; কীট তাদের সকলকে খেয়ে ফেলবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 সর্বাধিপতি প্রভু পরমেশ্বর স্বয়ং আমার রক্ষাকর্তা, অতএব কে আমাকে দোষী সাব্যস্ত করবে? আমার সমস্ত অভিযোগকারীর অবস্থা হবে জীর্ণ বসনের মত, কীটের ভক্ষ্য হবে তারা, হবে ধূলিতে বিলীন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 দেখ, প্রভু সদাপ্রভু আমার সাহায্য করিবেন, কে আমাকে দোষী করিবে? দেখ, তাহারা সকলে বস্ত্রের ন্যায় জীর্ণ হইবে, কীটে তাহাদিগকে ভক্ষণ করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 তাকিয়ে দেখো, আমার প্রভু সদাপ্রভু আমাকে সাহায্য করছেন। তাই আমাকে কেউ পাপী সাব্যস্ত করতে পারবে না। তাদের পুরানো মূল্যহীন কাপড়ের মতো অবস্থা হবে। পোকামাকড় তাদের খাবে। অধ্যায় দেখুন |