যিশাইয় 50:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 প্রভু সদাপ্রভু আমার কর্ণ খুলিয়াছেন, এবং আমি বিরুদ্ধাচারী হই নাই, পরাঙ্মুখ হই নাই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 সার্বভৌম মাবুদ আমার কান খুলে দিয়েছেন এবং আমি বিরুদ্ধাচারী হই নি, পিছিয়ে যাই নি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 সার্বভৌম সদাপ্রভু আমার দুই কান খুলে দিয়েছেন, আমি বিদ্রোহী আচরণ করিনি; আর আমি পিছনে ফিরেও যাইনি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 প্রভু পরমেশ্বর খুলে দিয়েছেন আমার উপলব্ধির দ্বার, বিরোধিতা করি নি আমি মুখ ফিরিয়ে যাই নি চলে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 প্রভু সদাপ্রভু আমার কর্ণ খুলিয়াছেন, এবং আমি বিরুদ্ধাচারী হই নাই, পারঙ্মুখ হই নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 আমার প্রভু সদাপ্রভু আমাকে শিক্ষা গ্রহণে সাহায্য করেন। আমি তাঁর বিরুদ্ধাচরণ করি না। তাঁকে অনুসরণ করা আমি বন্ধ করব না। অধ্যায় দেখুন |