যিশাইয় 5:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 ধিক্ তাহাদিগকে, যাহারা অলীকতার রজ্জুতে অপরাধ টানে, আর যেন শকটের দড়ি দিয়া পাপ টানে, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 ধিক্ তাদেরকে, যারা মিথ্যার দড়ি দিয়ে অপরাধকে টেনে আনে, আর যেন ঘোড়ার গাড়ির দড়ি দিয়ে গুনাহ্ টেনে আনে, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 ধিক্ তাদের যারা প্রতারণার দড়ি দিয়ে পাপ টেনে আনে, দুষ্টতাকে টেনে আনে তাদের শকটের দড়ি দিয়ে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 তোমাদের সর্বনাশ অনিবার্য! পাপের কবল থেকে তোমরা নিজেদের মুক্ত করতে পারলে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 ধিক্ তাহাদিগকে, যাহারা অলীকতার রজ্জুতে অপরাধ টানে, আর যেন শকটের দড়ি দিয়া পাপ টানে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 ঐ লোকগুলিকে দেখ! অপ্রয়োজনীয় দড়ি নিয়ে লোকরা যেমন ওয়াগন টানে তেমনি এই ধরণের লোকরা নিজেদের পাপ, কুকর্ম এবং দোষকে পেছনে টেনে নিয়ে বেড়ায়। অধ্যায় দেখুন |