যিশাইয় 49:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 দেখ, আমি আপন হস্তের তালুতে তোমার আকৃতি লিখিয়াছি, তোমার প্রাচীর সর্বদা আমার সম্মুখে আছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 দেখ, আমি আমার হাতের তালুতে তোমার আকৃতি এঁকেছি, তোমার প্রাচীর সর্বদা আমার সম্মুখে আছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 দেখো, তোমার আকৃতি আমার হাতের তালুতে খোদাই করা আছে; তোমার প্রাচীরগুলি সবসময়ই আমার সামনে আছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 জেরুশালেম, কখনও আমি ভুলবো না তোমায়, আমি লিখেছি তোমার নাম আমার হাতের তালুতে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 দেখ, আমি আপন হস্তের তালুতে তোমার আকৃতি লিখিয়াছি, তোমার প্রাচীর সর্ব্বদা আমার সম্মুখে আছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 এই দেখো, আমি নিজ হাতে তোমাদের নাম খোদাই করে রেখেছি! তোমাদের কথা সব সময়ই ভাবি। অধ্যায় দেখুন |