যিশাইয় 48:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 সেই সকল এখনই সৃষ্ট হইল, পূর্ব হইতে ছিল না; অদ্যকার পূর্বে তুমি সেই সকল শুন নাই; পাছে তুমি বল যে, আমি সেই সকল জ্ঞাত ছিলাম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 সেসব এখনই সৃষ্ট হল, আগে থেকে ছিল না; আজকের আগে তুমি সেসব শোন নি; পাছে তুমি বল যে, আমি সেসব জানতাম। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 সেগুলির সৃষ্টি এখনই হয়েছে, বেশি দিন আগে নয়; আজকের পূর্বে সেগুলির কথা তোমরা শোনোনি। তাই তোমরা বলতে পারো না, ‘হ্যাঁ, আমরা সেগুলির কথা জানতাম।’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 একমাত্র আমিই ঘটাচ্ছি এই সব ঘটনা, যা কখনও ঘটে নি আগে। যদি ঘটত, তাহলে বলতে, এ সবই তোমার জানা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 সে সকল এখনই সৃষ্ট হইল, পূর্ব্ব হইতে ছিল না; অদ্যকার পূর্ব্বে তুমি সে সকল শুন নাই; পাছে তুমি বল যে, আমি সে সকল জ্ঞাত ছিলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 এইসব ঘটনা আগে কখনও ঘটেনি, এইসব ঘটনা এখনই ঘটে যাচ্ছে। আজকের আগে এসব কথা তোমরা শোন নি। তোমরা তাই বলতে পারবে না যে আমরা এইসব ইতিমধ্যেই জেনেছি। অধ্যায় দেখুন |
যে ব্যক্তি মনুষ্যের অবজ্ঞাত, প্রজাবৃন্দের ঘৃণাস্পদ ও কর্তৃত্বকারীদের দাস, তাহাকে সদাপ্রভু, ইস্রায়েলের মুক্তিদাতা ও তাহার পবিত্রতম, এই কথা কহেন, তোমাকে দেখিলে রাজারা উঠিয়া দাঁড়াইবে, অধ্যক্ষেরা প্রণিপাত করিবে; সদাপ্রভুর নিমিত্তই করিবে, তিনি ত বিশ্বসনীয়; ইস্রায়েলের পবিত্রতমের নিমিত্ত করিবে, তিনি ত তোমাকে মনোনীত করিয়াছেন।