যিশাইয় 47:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 তুমি আপনার অনেক মন্ত্রণায় ক্লান্ত হইয়াছ; তবে জ্যোতিষীরা, নক্ষত্রদর্শীরা, মাসদৈবজ্ঞেরা উঠিয়া দাঁড়াউক, তোমার প্রতি যাহা যাহা ঘটিবে, তাহা হইতে তোমাকে নিস্তার করুক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 তুমি নিজের অনেক মন্ত্রণায় ক্লান্ত হয়েছ; তবে জ্যোতিষীরা, নক্ষত্রদর্শীরা, যে দৈবজ্ঞেরা প্রতি মাসে ভবিষ্যদ্বাণী করে তারা উঠে বলুক, তোমার প্রতি যা যা ঘটবে, তা থেকে তোমাকে নিস্তার করুক; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 তোমার পাওয়া যত পরামর্শ তোমাকে কেবলই বিধ্বস্ত করেছে! তোমার জ্যোতিষীরা সব এগিয়ে আসুক, ওইসব জ্যোতিষী, যারা মাসের পর মাস ধরে পূর্বঘোষণা করে যায়, তোমার প্রতি যা ঘটতে চলেছে, তা থেকে তারা তোমাকে রক্ষা করুক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 এদের পরামর্শ সত্ত্বেও তুমি শক্তিহীন। এবার এগিয়ে আসুক তোমার জ্যোতিষীবর্গ রক্ষা করুক তোমাকে, আসুক জ্যোতির্বিজ্ঞানীরা, যারা গণনা করে রাশিচক্রের ফলাফল, বলে দেয় আগামী প্রতি মাসের ঘটনার কথা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 তুমি আপনার অনেক মন্ত্রণায় ক্লান্ত হইয়াছ; তবে জ্যোতিষীরা, নক্ষত্রদর্শীরা, মাসদৈবজ্ঞেরা উঠিয়া দাঁড়াউক, তোমার প্রতি যাহা যাহা ঘটিবে, তাহা হইতে তোমাকে নিস্তার করুক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 তোমার অনেক উপদেষ্টা রয়েছে। তাদের অনেক উপদেশে তুমি কি ক্লান্ত? তোমার জ্যোতিষিরা যারা নক্ষত্র দেখে তারা আসুক এবং তোমাকে সাহায্য করুক। প্রতি মাসে তারা তোমাকে বলুক তোমার কি ঘটবে। অধ্যায় দেখুন |