যিশাইয় 46:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 হে কঠিন-চিত্তেরা, তোমরা যাহারা ধার্মিকতা হইতে দূরবর্তী, আমার কথা শুন; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 হে কঠিন-চিত্তেরা, তোমরা যারা ধার্মিকতা থেকে দূরবর্তী, আমার কথা শোন; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 ওহে অনমনীয় হৃদয়ের মানুষ, তোমরা আমার কথা শোনো, তোমরা শোনো, যারা ধার্মিকতা থেকে বহুদূরে থাকো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 হে উদ্ধত জেদী প্রজাবৃন্দ, তোমরা যারা ভেবেছ, সুদূর পরাহত সেই বিজয় দিনের আশা, শোন আমার কথা, আমি ত্বরাম্বিত করেছি সেই বিজয় দিনের আশা, শোন আমার কথা, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 হে কঠিন-চিত্তেরা, তোমরা যাহারা ধার্ম্মিকতা হইতে দূরবর্ত্তী, আমার কথা শুন; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 “তোমাদের কেউ কেউ মনে করে তোমাদের প্রচণ্ড ক্ষমতা আছে। কিন্তু তোমরা ভাল কাজ কর না। আমার কথা শোন! অধ্যায় দেখুন |