যিশাইয় 45:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 ধিক্ তাহাকে, যে পিতাকে বলে, ‘তুমি কি জন্মাইতেছ?’ কিম্বা স্ত্রীলোককে বলে, ‘তুমি কি প্রসব করিতেছ?’ অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 ধিক্ তাকে, যে পিতাকে বলে, ‘তুমি কি জন্মাছ?’ কিংবা স্ত্রীলোককে বলে,’ তুমি কি প্রসব করছো?’ অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 ধিক্ সেই মানুষ, যে তার বাবাকে বলে, ‘তুমি কী জন্ম দিয়েছ?’ কিংবা তার মাকে বলে, ‘তুমি কী প্রসব করেছ?’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 স্পর্দ্ধা কি আছে কারও পিতামাতাকে এ কথা বলার, কেন তুমি এভাবে গড়েছ আমায়? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 ধিক্ তাহাকে, যে পিতাকে বলে, ‘তুমি কি জন্মাইতেছ?’ কিম্বা স্ত্রীলোককে বলে, ‘তুমি কি প্রসব করিতেছ?’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 একজন পিতা তার শিশুদের জীবন দেন। শিশুরা জিজ্ঞাসা করতে পারে না, ‘কেন তুমি আমাকে জীবন দিয়েছো।’ শিশুরা তার মাকে প্রশ্ন করতে পারে না, ‘কেন তুমি আমাকে জন্ম দিয়েছো?’” অধ্যায় দেখুন |