যিশাইয় 44:20 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)20 সে ভস্মভোজী, মুগ্ধচিত্ত তাহাকে ভ্রান্ত করিয়াছে, সে আপন প্রাণ উদ্ধার করিতে পারে না, এবং ইহাও বলে না যে, আমার দক্ষিণ হস্তে কি মিথ্যা কথা নাই? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 সে ভস্মভোজী, মন্ত্রমুগ্ধ অন্তর তাকে ভ্রান্ত করেছে, সে তার প্রাণ উদ্ধার করতে পারে না এবং এও বলে না যে, আমার ডান হাতে কি মিথ্যা কথা নেই? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 সে যেন ছাই ভোজন করে, এক মোহগ্রস্ত হৃদয় তাকে বিপথগামী করে; সে নিজেই নিজেকে রক্ষা করতে পারে না, কিংবা বলে না, “আমার ডান হাতে রাখা এই বস্তুটি কি মিথ্যা নয়?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 এ যেন ভস্ম ভোজনের সমান। তার মোহাচ্ছন্ন ধ্যান-ধারণা তাকে এমন পথভ্রান্ত করেছে যে এই অবিদ্যার বেড়াজাল থেকে তার মুক্তি নেই। সে কিছুতেই মেনে নিতে পারবে না যে, সে যে মূর্তি হাতে ধরে আছে, তা অলীক মাত্র। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 সে ভস্মভোজী, মুগ্ধচিত্ত তাহাকে ভ্রান্ত করিয়াছে, সে আপন প্রাণ উদ্ধার করিতে পারে না, এবং ইহাও বলে না যে, আমার দক্ষিণ হস্তে কি মিথ্যা কথা নাই? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 সেই লোক জানে না সে কি করছে! সে বিভ্রান্ত, তাই তার মন তাকে ভুল পথে চালিত করছে। সে নিজেকে রক্ষা করতে পারবে না। নিজের ভুলও বুঝতে পারবে না। সে বলবে না, “আমি যে মূর্ত্তিকে ধরে রেখেছি সেটা ভ্রান্ত দেবতা।” অধ্যায় দেখুন |