যিশাইয় 43:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 বাহির কর সেই অন্ধ জাতিকে, যাহার চক্ষু আছে; সেই বধিরগণকে, যাহাদের কর্ণ আছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 বের কর সেই অন্ধ জাতিকে, যার চোখ আছে; সেই বধিরদেরকে, যাদের কান আছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 তাদের বের করে আনো, যারা চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও বধির। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 ঈশ্বর বলেন, ডেকে আন আমার প্রজাদের বিচারসভায়, তাদের চোখ আছে কিন্তু তারা অন্ধ, কান আছে তবুও বধির তারা! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 বাহির কর সেই অন্ধ জাতিকে, যাহার চক্ষু আছে; সেই বধিরগণকে, যাহাদের কর্ণ আছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 ঈশ্বর বলেন, “চোখ থাকা সত্ত্বেও যারা অন্ধ তাদের বাইরে বার কর। কান থাকা সত্ত্বেও যারা বধির তাদের বাইরে বার কর। অধ্যায় দেখুন |