যিশাইয় 43:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 সেই যে প্রজাবৃন্দকে আমি আপনার নিমিত্ত নির্মাণ করিয়াছি, তাহারা আমার প্রশংসা প্রচার করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 সেই যে লোকবৃন্দকে আমি নিজের জন্য সৃষ্টি করেছি, তারা আমার প্রশংসা তবলিগ করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 যে প্রজাদের আমি নিজের জন্য গঠন করেছি, যেন তারা আমার প্রশংসা করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 তারা আমার সেই প্রজাবৃন্দ, যাদের আমি সৃষ্টি করেছি আমারই জন্য, মুখর হবে তারা আমার প্রশংসা গানে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 সেই যে প্রজাবৃন্দকে আমি আপনার নিমিত্ত নির্ম্মাণ করিয়াছি, তাহারা আমার প্রশংসা প্রচার করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 এই লোকদের তো আমিই সৃষ্টিকর্তা এবং এরা আমার প্রশংসা করে গান গাইবে। অধ্যায় দেখুন |