যিশাইয় 42:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 হে বধিরগণ, শুন; হে অন্ধ সকল, দেখিবার জন্য চক্ষু মেল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 হে বধির লোকেরা, শোন; হে অন্ধ লোকেরা, দেখবার জন্য চোখ মেল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 “ওহে বধির সব, তোমরা শোনো; ওহে যারা অন্ধ, তোমরা দেখতে থাকো! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 প্রভু পরমেশ্বর বলেন, শোন হে বধির জাতি, শোন! চোখ মেলে চাও হে অন্ধ মানব, দেখ! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 হে বধিরগণ, শুন; হে অন্ধ সকল, দেখিবার জন্য চক্ষু মেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 “তোমরা, বধির লোকরা আমার কথা তোমাদের শোনা উচিৎ। অন্ধ লোকরা, তোমাদের আমাকে দেখা এবং আমার দিকে তাকানো উচিৎ। অধ্যায় দেখুন |