যিশাইয় 41:28 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)28 আমি চাহিয়া দেখি, কেহই নাই; উহাদের মধ্যে মন্ত্রণাদাতা এমন কেহ নাই যে, আমি জিজ্ঞাসা করিলে একটি কথার উত্তর দিতে পারে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 আমি চেয়ে দেখি, কেউই নেই; ওদের মধ্যে মন্ত্রণাদাতা এমন কেউ নেই যে, আমি জিজ্ঞাসা করলে একটি কথার উত্তর দিতে পারে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 আমি তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না, পরামর্শ দেওয়ার জন্য ঈশ্বরদের মধ্যে কেউ ছিল না, আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কেউ ছিল না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 যখন আমি দৃষ্টিপাত করলাম এই দেবকুলের দিকে, তাদের কারও কিছু বলার নেই, আমার প্রশ্নের উত্তর দিতেও পারল না তারা কেউ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 আমি চাহিয়া দেখি, কেহই নাই; উহাদের মধ্যে মন্ত্রণাদাতা এমন কেহ নাই যে, আমি জিজ্ঞাসা করিলে একটী কথার উত্তর দিতে পারে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 আমি ঐসব মূর্ত্তিদের দেখেছিলাম। তারা কেউই কোন কিছু বলার মত যথেষ্ট জ্ঞানী নয়। আমি তাদের প্রশ্ন করেছিলাম কিন্তু তারা কোন উত্তর দিতে পারেনি। অধ্যায় দেখুন |