যিশাইয় 41:27 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)27 প্রথমে [আমি] সিয়োনকে [বলিব], দেখ, ইহাদিগকে দেখ; আর যিরূশালেমকে একজন সুসমাচার-প্রচারক দিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস27 প্রথমে আমি সিয়োনকে বলবো, দেখ, এদেরকে দেখ; আর জেরুশালেমকে এক জন সুসংবাদ-তবলিগকারী দেব। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ27 আমিই সর্বপ্রথম সিয়োনকে বলেছি, ‘এই দেখো, ওরা এখানে!’ আমি জেরুশালেমকে সুসংবাদের এক দূত দিয়েছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)27 আমি, প্রভু পরমেশ্বর প্রথম শুনিয়েছিলাম সিয়োনকে এই সংবাদ। প্রেরণ করেছিলাম আমিই জেরুশালেমে এক সংবাদদাতাকে এই সংবাদ দিতে, তোমার প্রজারা আসছে! ঘরে ফিরে আসছে তারা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)27 প্রথমে [আমি] সিয়োনকে [বলিব], দেখ, ইহাদিগকে দেখ; আর যিরূশালেমকে এক জন সুসমাচার-প্রচারক দিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল27 আমি প্রভু, সর্বপ্রথম সিয়োনকে এইসব ঘটনার কথা বলি। আমি জেরুশালেমে এই বার্তা নিয়ে একজন বার্তাবাহক পাঠিয়েছিলাম: ‘দেখ তোমাদের লোকরা ফিরে আসছে।’” অধ্যায় দেখুন |