যিশাইয় 40:27 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)27 হে যাকোব, তুমি কেন কহিতেছ, হে ইস্রায়েল, কেন তুমি বলিতেছ, আমার পথ সদাপ্রভু হইতে লুক্কায়িত, আমার বিচার আমার ঈশ্বর হইতে সরিয়া গিয়াছে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস27 হে ইয়াকুব, তুমি কেন বলছো, হে ইসরাইল, কেন তুমি বলছো, আমার পথ মাবুদের কাছ থেকে লুকানো, আমার বিচার আমার আল্লাহ্ থেকে সরে গেছে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ27 ওহে যাকোব, তুমি কেন অভিযোগ করো? ওহে ইস্রায়েল, তুমি কেন বলো, “আমার পথ সদাপ্রভুর কাছ থেকে গুপ্ত; আমার অধিকার আমার ঈশ্বরের কাছে অবজ্ঞার বিষয়?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)27 হে ইসরায়েল, তবে কেন কর অনুযোগ এই কথা বলে: প্রভু পরমেশ্বর জানেন না তোমার দুর্দশার কথা অথবা করেন না তিনি কোন প্রতিকার হয়ে থাক যদি অন্যায় অবিচারের শিকার! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)27 যে যাকোব, তুমি কেন কহিতেছ, হে ইস্রায়েল, কেন তুমি বলিতেছ, আমার পথ সদাপ্রভু হইতে লুক্কায়িত, আমার বিচার আমার ঈশ্বর হইতে সরিয়া গিয়াছে? তুমি কি জ্ঞাত হও নাই? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল27 যাকোবের লোকরা, এসবই সত্য! ইস্রায়েল, তোমারও এইসব বিশ্বাস করা উচিৎ! তবু কেন তোমরা বলছ, “আমরা কেমনভাবে জীবনযাপন করছি তা প্রভু দেখতে পাবেন না এবং আমাদের শাস্তি দিতে পারবেন না?” অধ্যায় দেখুন |