যিশাইয় 40:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 তবে তোমরা কাহার সহিত ঈশ্বরের তুলনা দিবে? তাঁহার সদৃশ বলিয়া কি প্রকার মূর্তি উপস্থিত করিবে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 তবে তোমরা কার সঙ্গে আল্লাহ্র তুলনা করবে? তাঁর সঙ্গে তুলনীয় কি রকম মূর্তি উপস্থিত করবে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 তাহলে, তোমরা কার সঙ্গে ঈশ্বরের তুলনা করবে? কোন মূর্তির সঙ্গে তাঁর তুলনা দেবে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 কার সঙ্গে ঈশ্বরের তুলনা চলে? কিসের সাদৃশ্যে ব্যাখ্যা করা যায় তাঁর? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 তবে তোমরা কাহার সহিত ঈশ্বরের তুলনা দিবে? তাঁহার সদৃশ বলিয়া কি প্রকার মূর্ত্তি উপস্থিত করিবে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 ঈশ্বরের সঙ্গে কারো কি তুলনা করতে পার? না। তুমি কি ঈশ্বরের ছবি আঁকতে পার? না। অধ্যায় দেখুন |