যিশাইয় 4:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)1 আর সেই দিন সাত জন স্ত্রীলোক একজন পুরুষকে ধরিয়া বলিবে, আমরা আপনাদেরই অন্ন ভোজন করিব, আপনাদেরই বস্ত্র পরিধান করিব; কেবল আমাদিগকে তোমার নামে আখ্যাত হইবার অনুমতি দেও, তুমি আমাদের অপমান দূর কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 আর সেদিন সাত জন স্ত্রীলোক এক জন পুরুষকে ধরে বলবে, আমরা নিজেদেরই অন্ন ভোজন করবো, নিজেদেরই পোশাক পরবো; কেবল আমাদেরকে তোমার নামে আখ্যাত হবার অনুমতি দাও, তুমি আমাদের অপমান দূর কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 সেদিন, সাতজন নারী একজন পুরুষকে ঘিরে ধরবে এবং বলবে, “আমরা নিজেদেরই খাবার খাব এবং নিজেরাই পরনের কাপড় জোগাব; তুমি কেবলমাত্র তোমার নামে আমাদের পরিচিত হতে দাও। তুমি আমাদের অপমান দূর করো!” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 সেইদিন সাতটি রমণী একটি পুরুষকে ধরে বলবে, আমাদের অন্নবস্ত্রের সংস্থান তোমাকে করতে হবে না, তার ব্যবস্থা আমরা নিজেরাই করব। তুমি শুধু আমাদের স্বামী হও, তোমার নামে পরিচিত করে আমাদের লজ্জা দূর কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 আর সেই দিন সাত জন স্ত্রীলোক এক পুরুষকে ধরিয়া বলিবে, আমরা আপনাদেরই অন্ন ভোজন করিব, আপনাদেরই বস্ত্র পরিধান করিব; কেবল আমাদিগকে তোমার নামে আখ্যাত হইবার অনুমতি দেও, তুমি আমাদের অপমান দূর কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 সেই সময় সাত জন মহিলা একজন পুরুষের হাত চেপে ধরে বলবে, “আমরা আমাদের রুটি-রুজি, বস্ত্র, বাসস্থান নিজেদের জন্য প্রয়োজনীয় সব কিছুর ব্যবস্থা নিজেরাই করব। তুমি শুধু আমাদের বিয়ে কর। তোমার নামে আমাদের সামাজিক প্রতিষ্ঠা দাও। আমাদের অবিবাহিত থাকার যন্ত্রণা, লজ্জা, অপমান দূর কর।” অধ্যায় দেখুন |