যিশাইয় 38:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 এবং অশূরের রাজার হস্ত হইতে তোমাকে ও এই নগরকে উদ্ধার করিব; আমি এই নগরের ঢালস্বরূপ হইব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 এবং আসেরিয়া দেশের বাদশাহ্র হাত থেকে তোমাকে ও এই নগরকে উদ্ধার করবো; আমি এই নগরের ঢালস্বরূপ হবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 এছাড়াও আমি তোমাকে ও এই নগরটিকে আসিরীয় রাজার হাত থেকে উদ্ধার করব। আমি এই নগরকে রক্ষা করব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 আমি আসিরিয়া সম্রাটের হাত থেকে তোমাকে ও এই নগরীকে উদ্ধার করব এবং রক্ষা করব নগরীকে। যিশাইয় রাজাকে ডুমুর বেটে মলম তৈরী করে তাঁর ফোড়ার উপরে লাগাতে বললেন, তাহলে তিনি সুস্থ হবেন। রাজা হিষ্কিয় বললেন, আমি যে মন্দিরে যেতে সক্ষম হব তার চিহ্ন কি? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 এবং অশূরের রাজার হস্ত হইতে তোমাকে ও এই নগরকে উদ্ধার করিব; আমি এই নগরের ঢালস্বরূপ হইব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 আমি তোমাকে এবং এই শহরকে অশূর রাজের হাত থেকে রক্ষা করব।’” অধ্যায় দেখুন |